বিশ্বের যে শহরগুলো বাংলাদেশীদের দখলে || Bangladeshi Immigrants In America Buffalo City || Part 1
বিশ্বের যে শহরগুলো বাংলাদেশীদের দখলে || Bangladeshi Immigrants In America Buffalo City || Part 1
পৃথিবীর বুকে ছোট একটি মানচিত্র নিয়ে স্বগৌরবে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। জনসংখ্যা দিক থেকে সংখ্যায় বিশাল হলেও, বাইরের কোনো দেশে গিয়ে রাজত্ব করার মতো অবস্থা বাংলাদেশী প্রবাসীদের নেই। এরপরও শুনে অবাক হতে হয়, বিশ্বে এমন কিছু শহর রয়েছে, সেখানে বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ এবং তারাই নিয়ন্ত্রণ করছেন সেই শহরের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে প্রায় সব কিছুই। এমন কিছু শহর সম্পর্কেই আজ জানাবো:
বাফেলো
আমেরিকার নিউইয়র্ক থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত একটি শহর বাফেলো। শহরটিকে আমেরিকার বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ বলা যেতে পারে। ২০ বছর আগেও শহরটা তেমন একটা সাজানো-গোছানো ছিল না। বাঙালিদের সংখ্যাও ছিল হাতেগোনা। নব্বইয়ের দশক থেকেই এই শহরে বাংলাদেশীদের আগমন শুরু হয়। কারণ আমেরিকার অন্য অনেক শহরের তুলনায় এখানে জমির দাম কম ছিল, বাড়ি পাওয়া যেতো অনেক কমে। জীবনযাত্রার খরচও ছিল অনেক সস্তা। বর্তমানে বাফেলো শহরে বাঙালিদের সংখ্যাই সবচেয়ে বেশি। বাফেলো শহরে এখন প্রায় দেড় থেকে দুই হাজার পরিবার প্রবাসী বাংলাদেশী বসবাস করেন। এদের মধ্যে বেশিরভাগ মানুষের পেশা ট্যাক্সি চালানো। তাছাড়া এখানে বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি। অনেক বাংলাদেশীরই একাধিক বাড়ি আছে এখানে। এছাড়া হালাল মার্কেট, রেস্টুরেন্ট, ড্রাইভিং স্কুল থেকে শুরু করে বাঙাঙিদের রিয়েল এস্টেট বিজনেস, ফার্মেসি, সেলুন সবকিছুই আছে এখন। বাংলাদেশী ছেলেমেয়েদের শিক্ষার জন্যে আছে বাঙালি স্কুলও। বাংলাদেশ থেকে এখন মানুষজন নিউইয়র্ক নয়, বরং বাফেলোর উদ্দেশ্যে দেশ ছাড়ছেন। এই বাংলাদেশী প্রবাসীরাই শহরটাকে বদলে দিয়েছেন, বসবাসের উপযোগী করে তুলেছেন। বিশাল আমেরিকার বুকে ছোট্ট একটুকরো বাংলাদেশ হয়ে জ্বলজ্বল করছে বাফেলো শহরটি।
ব্রিকলেন
পূর্ব লন্ডনের একটি শহর ব্রিকলেন। এই শহরের রাস্তার ফুটপাথ ধরে হাঁটলে ঢাকা শহরের আমেজ পাওয়া যায়। অতি সহজেই বোঝা যায় এটা বাঙালি অধ্যুষিত একটি এলাকা। লন্ডনে ব্রিকলেনই হচ্ছে বাঙালি কমিউনিটির কেন্দ্রবিন্দু। আজ থেকে শত বছর আগে এখানে বসবাস শুরু করেছিলেন আমাদের পূর্বপুরুষরা। বসবাসের জন্য এই শহরকে বেছে নেওয়ার কারণ হিসেবে বলা যায়, এটি ছিল এক সময়কার পরিত্যক্ত এলাকা। সুলভে থাকা-খাওয়ার কারণেই এখানে বসবাস শুরু করে বাঙালিরা। এরপর পর্যায়ক্রমে কমিউনিটি বড় হতে থাকে। তিলে তিলে গড়ে ওঠে আজকের ব্রিকলেন। যেখানে আধাকিলোমিটার লম্বা একটি লেনের দু’পাশে গড়ে উঠেছে বাঙালি মালিকানাধীন অর্ধশতাধিক রেস্টুরেন্ট। রয়েছে অন্যান্য ব্যবসা-বাণিজ্য। আছে বাংলা টাউনও
Music Source: http://bit.ly/1VVSa6i
Also follow me on:
►Facebook:http://bit.ly/2xX0HSV
►Google Plus:http://bit.ly/2g8E1Gb
►Twitter:https://twitter.com/BreakingNews981https://twitter.com/BreakingNews981
►Reddit:http://bit.ly/2xX6Bn8
►Pinterest:http://bit.ly/2g8E2Kf
Thanks For Watching
source
Comments
Post a Comment